
নিজস্ব প্রতিবেদন ঃ তাঁর ইচ্ছে ছিল শিলিগুড়ির বিধায়ক বা কর্নধার হওয়ার কিন্তু হতে পারেননি। ১৯৮৮ সাল থেকে তিনি শিলিগুড়ি পুরসভার ভোটে দাড়িয়ে কাউন্সিলর হয়ে আসছেন। কিন্তু বিধায়ক হতে না পারার আফসোস তাঁর রয়েছে। বৃহস্পতিবার খবরের ঘন্টার সঙ্গে কথা বলার সময় এমন আক্ষেপের কথা নিজেই জানালেন রাজনৈতিক ব্যক্তিত্ব নান্টু পাল। এবার তিনি শিলিগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ” আমি শিলিগুড়িকে ভালোবাসি। আর শিলিগুড়ির উন্নয়ন চাই। শিলিগুড়ির যানজট সমস্যা থেকে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, জঞ্জাল অপসারণ সবকিছুর জন্য কেন্দ্র সরকারের টাকা চাই। কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া দার্জিলিং মোড়ে সিক্স লেন বা ফোর লেনের রাস্তা তৈরি করা সম্ভব নয়। এখন শিলিগুড়ির যা অবস্থা তাতে চার চাকার গাড়ি কিনেও বাড়িতে রেখে দিতে হচ্ছে। এতো যানজট শহরে।
