
নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার শিলিগুড়ি পুরসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য।আগামী ২২ জানুয়ারি শিলিগুড়িতে পুরভোট। এবারের পুর নির্বাচনে তিনি ছয় নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হলেন। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে অশোকবাবু জানান, তাঁরা করোনা বিধি মেনেই ভোট প্রচার করবেন। ছোট ছোট গ্রুপ করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার বেশি হবে। সব কর্মীকে তাঁরা মাস্ক পড়ে ভোট প্রচার করতে পরামর্শ দিচ্ছেন।
