শিলিগুড়িকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা দরকার, জানালেন পনেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুবীন ভৌমিক

নিজস্ব প্রতিবেদন ঃ ১৯৭৮ সালে ছাত্র রাজনীতি দিয়ে তাঁর কংগ্রেস দল করা শুরু। আজও কংগ্রেস দলটাই করে চলেছেন। এখন এ আই সি সি সদস্য। স্রেফ নীতি আদর্শ নিয়ে রাজনীতি করেন বলেই আর দলত্যাগ করে অন্য দলে যাননি।কংগ্রেস দলটাই করে এসেছেন। শিলিগুড়ি পুরসভার পনের নম্বর ওয়ার্ড থেকে সেই বিশিষ্ট কংগ্রেস নেতা সুবীন ভৌমিক এবার কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন। শনিবার তিনি সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রয়াত অরবিন্দ ঘোষের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার অঙ্গীকার নিয়েই তিনি প্রার্থী হয়েছেন পনের নম্বরে। সামগ্রিকভাবে শিলিগুড়ির উন্নয়ন সম্পর্কে তাঁর বক্তব্য, শিলিগুড়িকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা দরকার। এরজন্য পরিকাঠামোগত অনেক উন্নয়ন দরকার। আর সেই সঙ্গে দরকার সুষ্ঠু পরিকল্পনা।