স্বামী বিবেকানন্দের জীবনচেতনায় সমন্বয় ও মানব প্রেম

নিজস্ব প্রতিবেদন ঃ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই বিশেষ দিনকে সামনে রেখে উত্তরবঙ্গের বিশিষ্ট ইতিহাসবিদ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ ইছামুদ্দিন সরকার খবরের ঘন্টাকে স্বামী বিবেকানন্দের জীবন চেতনায় সমন্বয় ও মানব প্রেম নিয়ে কিছু কথা জানালেন। আসলে ডঃ সরকারের লেখা ৫০০ পৃষ্ঠার এই বইটি প্রকাশিত হতে চলেছে কলকাতার রত্না প্রকাশনা থেকে।জানুয়ারী মাসেই এটি প্রকাশিত হওয়ার কথা।সেই বইতে স্বামী বিবেকানন্দের ওপর ২৫টি প্রবন্ধ রয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু অংশ খবরের ঘন্টার কাছে মেলে ধরেছেন ডঃ সরকার। তিনি বারবারই উল্লেখ করেছেন, বিবেকানন্দ মানুষে মানুষে প্রেম চেয়েছেন। মানুষে মানুষে সমন্বয় এবং পৃথিবীময় ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছেন স্বামীজি। বিভিন্ন দৃষ্টি কোন থেকে স্বামীজির সমন্বয় চিন্তা মেলে ধরা হয়েছে বইতে। বইটি লেখার আগে ডঃ সরকারকে দক্ষিনেশ্বর, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনে ঘুরে আসতে হয়েছে। সেখানে গিয়ে তাঁকে কিছু কাজ করতে হয়েছে। আবার নিজের শিবমন্দিরের বাড়িতে তাঁর একটি বড় গোদরেজ আলমারিতে স্বামী বিবেকানন্দের ওপর কয়েকশো বই রয়েছে। সেই সব বইতে তাঁকে ডুব দিতে হয়েছে।