জোড়াপানি নদী পরিদর্শনে সাংসদ ডাঃ জয়ন্ত রায়

নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা: জয়ন্ত কুমার রায় ৩৭ নম্বর ওয়ার্ডের বি জে পি প্রার্থী অমৃত পোদ্দার , শিলিগুড়ি জেলা বি জে পি যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ সরকার এবং অন্যান্য দলীয় নেতৃত্বকে নিয়ে ৩৭ এবং ৩৮ নম্বরের এর সংযোগ স্থলদিয়ে প্রবাহিত জোড়া পানি নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করেন। নদীর পাড়ে বসবাসকারী মানুষেরা সাংসদকে হাতের কাছে পেয়ে ওই নদী সম্পর্কে একরাশ অভিযোগ করেন। নদীতে বাঁধ না থাকার ফলে বর্ষার সময় বাড়িতে জল উঠে যায়। নদীর পাড় ভেঙে যাওয়ায় ফলে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা অভিযোগ করেন। এছাড়া অনেক সময় নদীর ঝোপে থাকা সাপ পোকা মাকড় ঘরে ঢুকে যায়।
সাংসদ তাদের কথা লিপিবদ্ধ করেন এবং এই ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।