
নিজস্ব প্রতিবেদন ঃ বছরের ৩৬৫ দিনই স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে তিনি গরিব মানুষের সঙ্গে থাকেন।স্বামীজির ভাব যুব সমাজের মধ্যে তিনি সবসময় ছড়িয়ে চলেছেন। স্বামীজিকে শুধু ১২ জানুয়ারি তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন না, প্রতিদিন স্বামীজিকে সঙ্গে রাখেন। আর আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার নির্বাচনে তিনি শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলে স্বামীজির আদর্শকে সামনে রেখেই আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। শিলিগুড়ি পুরসভার ৪১ নম্বরে এবার কংগ্রেস প্রার্থী কমল মজুমদার এমন কথাই বলছেন ভোটের প্রচারে বেরিয়ে। কমলবাবু বলছেন, সেভক রোডের পাওয়ার হাউস সংলগ্ন এই ওয়ার্ডে বিভিন্ন জাতির মানুষ বসবাস করেন। কিন্তু সবাই ঈশ্বরের সন্তান এই মনোভাব নিয়ে জাতিধর্ম এবং ধনী গরিব নির্বিশেষে সকলের পাশে তিনি থাকতে চান সবসময়। শিলিগুড়ি সেভক রোড লাগোয়া দুই মাইল জ্যোতিনগরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির একজন কর্মকর্তাও কমলবাবু।রামকৃষ্ণ মিশনের ভাবকে নিজের ভেতরে রেখে দুঃস্থ মানুষদের পাশে থাকা এবং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নজর দেবেন বলে কমলবাবু জানিয়েছেন। ওয়ার্ডের সমস্ত মানুষ তাঁর হাতকে শক্ত করলে তিনিও ওয়ার্ডের সব দাবি অভাব অভিযোগ পুর প্রশাসনের দরজা পর্যন্ত নিয়ে গিয়ে ওয়ার্ডের সমস্যাগুলো সমাধানে প্রানপন প্রয়াস চালাবেন।
