
নিজস্ব প্রতিবেদন ঃ মেয়েদের স্বনির্ভরতার কথা মাথায় রেখে বৃহস্পতিবার ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন পদ্মশ্রী করিমূল হকের হাতে কয়েকটি সেলাই মেশিন তুলে দিলো। পদ্মশ্রী করিমূল হক জানিয়েছেন, চাকরির টোপ দিয়ে তাদের গ্রামের কিছু মেয়েকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ চাকরি পায়নি।এইরকম পাচারের কাজকে রুখে দেওয়া তার সঙ্গে মেয়েদের স্বনির্ভরতার ভাবনায় তাঁর বাড়িতে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হচ্ছে। সেখানে মেয়েদের সেলাই শেখানোর পাশাপাশি নানারকম পদ্ধতিতে অর্থ রোজগারের সুযোগ করে দেওয়া হচ্ছে। সেখানে তাঁরা নার্সিং প্রশিক্ষণও শুরু করবেন বলে পদ্মশ্রী জানিয়েছেন।
