আন্তর্জাতিক তাইকুন্ডু প্রতিযোগিতায় সাফল্য পদ্মশ্রীর তাইকুন্ডু একাডেমির

নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী করিমূল হকের তাইকুন্ডু একাডেমির ছাত্ররা হ্যান ওয়াং আন্তর্জাতিক পুমসে প্রতিযোগিতা অংশ নিলো।ওই প্রতিযোগিতায় ভারত থেকে কো-অর্ডিনেটর এর ভূমিকা পালন করেন প্রশিক্ষক ডাঃ পিনাকি নারায়ন মৈত্র। প্রতিযোগিতায় অংশ নিয়ে মহম্মদ ফারহান এবং মিনতি ওরাও প্রথম স্থান অধিকার করে। পৃথিবীর ২৮টি দেশ থেকে প্রতিযোগীরা তাতে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৫০ জনকে খাদ্য, পোষাক এবং রেশন সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চ্যাংমুকান তাইকুন্ডু একাডেমি অফ ইন্ডিয়ার ডিরেক্টর ডাঃ পিনাকি নারায়ন মৈত্র।