শিলিগুড়িতে শুরু দুয়ারে সরকার

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুর সভার ৬ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। শহরের অন্য ওয়ার্ডগুলোতেও শুরু হয়েছে দুয়ারে সরকার। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথি সহ অন্য বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য এই শিবির থেকে ফর্ম পূরণ করতে পারবেন সাধারণ মানুষ।