শিবানন্দ বেদান্ত যোগাশ্রমে যোগ ও প্রাকৃতিক চিকিৎসা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার মাটিগাড়া পাথরঘাটাস্থিত ” শিবানন্দ বেদান্ত যোগাশ্রমে একটি ‘যোগ ও প্রাকৃতিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় ।
সেই সঙ্গে প্রশিক্ষণও শুরু হয়েছে। আশপাশ এলাকার বেশ কিছু মানুষ সেই শিবিরে যোগ দেন।
স্বামী শিবানন্দ সরস্বতী পরম্পরার স্বামী সহজানন্দ সরস্বতীর উদ্যোগে বেদান্ত যোগশ্রম প্রতিষ্ঠা হয় ১৯৯০ সালের গুরু পূর্ণিমায়।
“যোগস্য চিত্ত বৃত্তি নিরোধ:”
এই ভাবনা নিয়ে যাত্রা শুরু মানুষের সুস্থতা ও মঙ্গল কামনায়।
চিকিৎসা শিবিরের পর শিবানন্দ আশ্রমের ভক্ত কর্মীরা আগত মানুষদের প্রসাদ বিতরণ করেন।