
নিজস্ব প্রতিবেদনঃকরোনার ধাক্কা কাটিয়ে দীর্ঘদিন পর গোটা রাজ্যে খুলেছে প্রাথমিক বিদ্যালয়গুলি। তাই স্কুলে আসা কিশোর-কিশোরীদের মনোবল চাঙ্গা করতে এবং তারা যাতে রোগমুক্ত থাকে এই বিষয়টিকে মাথায় রেখে উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমীর সহযোগিতায় শিলিগুড়ি প্রধান নগরের রামকৃষ্ণ আরবান জুনিয়র বেসিক স্কুলে বৃহস্পতিবার সকালে একটি যোগ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্কুলের ছাত্র-ছাত্রীদের যোগার বিভিন্ন পদ্ধতিতে কিভাবে রোগমুক্ত থাকা যাবে তা শেখানো হয়। এদিন এই কর্মশালাতে উপস্থিত ছিলেন যোগ বিশেষজ্ঞ শিব হাজরা । এছাড়াও কর্মশালায় ছাত্র-ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিতা চৌধুরী।
