
নিজস্ব প্রতিবেদনঃ পৃথিবীর যে দেশ নিয়ে এখন সর্বত্র চর্চা সেই ইউক্রেনের তাইকুন্ডু সংস্থা থেকে শংসাপত্র পেয়েছেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার তরুন ডাঃ পিনাকি নারায়ন মৈত্র। শুধু ইউক্রেন নয়, করোনা পর্বে বিগত দু’বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাইকুন্ডু খেলার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী এই তরুণ । আমেরিকা থেকে ডেনমার্ক, থাইল্যান্ড, ফিলিপিন্স, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশ নিয়ে বিগত দু’বছরে শিলিগুড়ি থেকে মোট ৮৫টি অনলাইন বিশ্ব তাইকুন্ডু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ডাঃ পিনাকি। তারমধ্যে ৬০টি প্রতিযোগিতায় সাফল্য এসেছে তাঁর। কোথাও জিতেছেন সোনা, কোথাও রুপা অথবা ব্রোঞ্জ।এমনকি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেন তাইকুন্ডু ফেডারেশন থেকেও শংসাপত্র পেয়েছেন তিনি। সর্বশেষ বাংলাদেশের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল তাইকুন্ডু প্রতিযোগিতা থেকেও পদক পেয়েছেন তিনি। তাইকুন্ডুর একটি শিল্পসন্মত বা আর্টিস্টিক ফর্ম হলো পুমসে।তাইকুন্ডু একটি কোরিয়ান মার্শাল আর্ট।যে কোনো বয়সের ছেলেমেয়েরা এতে অংশ নিতে পারে। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় পিনাকির বাড়িতে এখন তাইকুন্ডু প্রতিযোগিতার সাফল্য হিসাবে বহু পদক শোভা পাচ্ছে।
