বাড়ির ছাদে গাছদের নিয়ে অন্যরকম নেশায় কৌস্তভ বিশ্বাস, প্রতিদিন চলে গাছেদের স্বাস্থ্য পরীক্ষা

বাপি ঘোষ ঃ গাছ তাঁর ভালোবাসার জিনিস। সকাল বিকেল সবসময় গাছ নিয়েই তিনি মেতে থাকেন। কোনো গাছের কোনো ক্ষতি হলে প্রচন্ড কষ্ট পান তিনি।শিলিগুড়ি এস এফ রোডের ইঞ্জিনীয়ার কৌস্তভ বিশ্বাস তাঁর বাড়ির ছাদে নানারকম ফুল ফল সব্জির নেশায় রয়েছেন। একসময় তিনি বেসরকারি মোবাইল সংস্থায় ইঞ্জিনীয়ার হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু গাছেদের সঙ্গে সময় কাটানো যাচ্ছে না বলে তিনি সেই ইঞ্জিনীয়ারের চাকরি থেকে ইস্তফা দেন। বাড়ির ছাদে আপেল থেকে শুরু করে কমলালেবু, থাইল্যান্ডের চালতা, মোসাম্বি, বিশেষ ধরনের বেগুন সহ আরও বহু কিছুর চাষ করেছেন তিনি।তার সঙ্গে বিভিন্ন রকম ফুল, গোলাপ সবমিলিয়ে নিজের বাড়ির ছাদকে মন ভালো করা এক ব্যতিক্রমী অবস্থায় পৌঁছে দিয়েছেন। অবসর সময় গাছের পরিচর্যা ছাড়াও বই পড়তে ভালোবাসেন কৌস্তভবাবু। টবের প্রতিটি গাছ যেন তাঁর কাছে বন্ধু।দু’বেলা গাছেদের জল সহ সার,খাবার দেওয়ার সময় তিনি গাছেদের স্বাস্থ্য পরীক্ষা করেন। গাছের পাতা উল্টেপাল্টেই তিনি বুঝে যান কোন গাছের কি রোগ হয়েছে, আর সেই অনুযায়ী অসুস্থ গাছেদের চিকিৎসা করেন নিজে হাতে। আর প্রকৃতপক্ষে বহু রঙের ফুল ফল সব্জি চাষের সময় তিনি অন্যরকমভাবে বসন্তের রং অনুভব করেন। তাঁর কথায়, আমরা নানা ভাবে রংয়ের উৎসবে মেতে উঠি বটে কিন্তু আসল রংয়ের খেলায়তো মেতে উঠছে প্রকৃতি। শিলিগুড়িতে পুস্প প্রদর্শনীতে এবারও অনেক পুরস্কার পেয়েছেন কৌস্তুভবাবু।