শুরু মাধ্যমিক পরীক্ষা, পুলিশ কমিশনারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে বাংলা পরীক্ষার প্রথম দিনে এদিন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের সামনে যানবাহন নিয়ন্ত্রণের জন্য রাস্তার দু ধরে ব্যারিকেড করে পথ আটকে দেয় পুলিশ কর্মীরা। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গোলাপ ফুল ও কলম তুলে দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। এছাড়া শিলিগুড়ির শিব মঙ্গল হাই স্কুলে নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখতে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার, সেখানেই দুই যুবক অবৈধ ভাবে স্কুলে প্রবেশ করতে গেলে আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ।
সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের মিরিক থানার পুলিশের পক্ষ থেকে জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
#মাধ্যমিক_পরীক্ষা_কেন্দ্রে_থার্মাল_গানের_ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা আবহে এবছরই প্রথমবার অফলাইনে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে প্রস্তুতিও রয়েছে জোরদার।রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজেশনের বন্দোবস্ত ছাড়াও থাকছে থার্মাল গানের বন্দোবস্ত। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের লক্ষ্যে আগে ভাগেই প্রতিটি পরীক্ষা কেন্দ্র স্যানিটাইজ করা হয়েছে।
শিলিগুড়ি শিক্ষা জেলায় মোট ৭৬টি স্কুল রয়েছে৷ মাদ্রাসা রয়েছে ৪টি। মোট পরীক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ১৩৮। মোট পরীক্ষা কেন্দ্র সংখ্যা ১০টি৷ পরীক্ষা ভেন্যু সংখ্যা ৫১টি৷ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে অন্যান্য বছরের মতোন এবছরও জারি থাকে একাধিক নিষেধাজ্ঞা।