
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া কালাগছ জাতীয় সড়কের ধারে কদিন ধরে রাস্তার পাশে পড়েছিলো বস্ত্রহীন ভারসাম্যহীণ এক মহিলা ।। স্থানীয় সাংবাদিক সুশীল প্রামানীক ও অমিত সরকার খবর দেয় ইসলামপুরের সিস্টার্স ব্রাদার্স সোসাইটিকে।। খবর পাওয়া মাত্র সোসাইটির সভাপতি বাপন দাস সঙ্গে জুতিকা সুলতা অমিত ও মিন্টুকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ।। সেখানে সোসাইটির সদস্যা জুতিকা ও সুলতা তাঁকে নতুন বস্ত্র পড়িয়ে স্থানীয় চোপড়া ব্লক হাসপাতালে ভর্তি করেন।। ব্লক প্রাথমিক হাসপাতালে ডাক্তার সঙ্গে সঙ্গে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করে। সোসাইটির সভাপতি বাপন দাস বলেন আজ বিশ্ব নারী দিবস তাই ওনাকে সাহায্য করতে পেরে ভালো লাগছে । আগামী কদিনের মধ্যে আমরা তাকে ইসলামপুর আশ্রয়ে রেখে দেওয়ার ব্যবস্থা করবো।। স্থানীয় সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইকাজে আমাদের সাহায্য করেছেন।
