
নিজস্ব প্রতিবেদন ঃ গত আট মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন কলকাতার রবীন্দ্র মঞ্চে সংবর্ধিত হলেন শিলিগুড়ি শক্তি গড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। রাজ্য সরকারের শিশু, নারী কল্যান এবং সমাজকল্যাণ দপ্তর ছাড়াও রাজ্য মহিলা কমিশন সেই অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্য সরকারের তরফে বলা চলে নারী দিবসের দিন মুনমুন সরকারের এ এক বিরাট স্বীকৃতি। করোনা পর্বে নিজের টোটো এম্বুল্যান্সের মাধ্যমে বহু করোনা আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন মুনমুনদেবী। অসম সাহসিকতার পরিচয় দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ ধারাবাহিকভাবে করে চলেছেন মুনমুনদেবী।তাঁর অসামান্য মানব সেবামূলক কাজের তারিফ করেছেন দেশের উপরাষ্ট্রপতিও। এবার রাজ্য মহিলা কমিশন এবং রাজ্যের নারী ও সমাজকল্যাণ দপ্তরের সংবর্ধনা পেয়ে মুনমুনদেবী বলেছেন, আগামীতে মানুষের জন্য তিনি আরও কাজ করে যাবেন
