
নিজস্ব প্রতিবেদন ঃ যমজ দুই বোন ওরা।তবে কানে শুনতে পায় না, কথাও সেভাবে বলতে পারে না।কিন্তু বাংলার এই দুই যমজ-কন্যাশ্রী জাতীয় স্তরের কিক বক্সিংয়ে সাধারণদের সঙ্গে অংশ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পুরস্কারও পেয়েছে।
দুই বোন ওরা। বয়স বারো।একজন দেবাঙ্গনা আরেকজন দেবস্মিতা। সপ্তম শ্রেণীতে পড়ে। বাড়ি কলকাতার বেহালাতে।দুজনেরই কানে না শোনা এবং কথা বলার সমস্যা রয়েছে। যদিও এখন ওরা কানে মেশিন লাগালে একটু আধটু শুনতে পায়। আর স্পীচ থেরাপির মাধ্যমে কথাবার্তা বলার উন্নতিতেও মেতেছে। শারীরিক এই প্রতিবন্ধকতা থাকলেও দুই যমজকন্যা কিন্তু হেরে যেতে নারাজ।ওরা কলকাতার তারাতলায় প্রশিক্ষক সুমিতা কুমারীর তত্বাবধানে সাধারণদের সঙ্গে নিয়মিত কিক বক্সিং এর অনুশীলন করছে।ছোট থেকেই ওদের নেশা কিক বক্সিং। ওদের বাবা দুর্গা ব্যানার্জী মা সুজাতা ব্যানার্জী ওদের অবহেলা না করে প্রতিদিন উৎসাহ দিয়ে চলেছেন। আর সেসবের জেরে মাস তিনেক আগে পুনেতে অনুষ্ঠিত জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় সাধারণদের সঙ্গে অংশ নিয়ে দেবস্মিতা ব্রোঞ্জ জিতেছে। দেবাঙ্গনা পঞ্চম স্থান দখল করেছে। এখন আন্তর্জাতিক কিক বক্সিংয়ে অংশ নেওয়ার কথা দেবস্মিতার।প্রতিবন্ধকতা উপেক্ষা করে দুই যমজ বোনের এই লড়াই রীতিমতো বিস্ময় তৈরি করেছে বিভিন্ন মহলে।
ওদের বাবা সি আই এস এফে চাকরি করেন।আর মা সঙ্গীত চর্চায় মেতে থাকেন।দুজনেরই জন্মসূত্রে যোগ শিলিগুড়ির সঙ্গে। দুর্গাবাবুর বাড়ি শিলিগুড়ি এনজেপি ভক্তিনগরে আর সুজাতাদেবীর বাড়ি শিলিগুড়ি ভারতনগরে।সুজাতাদেবী বলেন, কারও বাড়িতে এরকম বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর থাকলে কোনোমতেই অবহেলা নয়। সঠিক যত্ন, ভালোবাসা পেলে ওরাও দেখিয়ে দিতে পারে যে ওরা সাধারণদের থেকে কোনো অংশে কম নয়।
