
নিজস্ব প্রতিবেদন ঃ দার্জিলিং সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়ির গোসাইপুরে সরকারি অনুষ্ঠান শেষ করে এখন শৈলশহর দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং সফরের মধ্যেই মঙ্গলবার দার্জিলিংয়ের ম্যালে সরকারি সভায় যোগদান করার কথা রয়েছে তাঁর । সোমবার সকালে রিচমন্ড হিল থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা রোড ধরে প্রাতঃভ্রমণ সারেন মমতা। অন্যদিকে দার্জিলিংয়ের ম্যালের সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সফরকালে নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছে গোটা দার্জিলিং।
সোমবার এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার সময় একটি শিশুকে কোলে নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
সোমবার মুখ্যমন্ত্রী গোর্খা জনমুক্তি মোর্চা এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে উত্তরবঙ্গে তার সফরটি গুরুত্বপূর্ণ। তিনি একটি ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং পাহাড়ে একটি নতুন জিটিএ সংস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন।মুখ্যমন্ত্রী এদিন বলেছেন,
“আমি চাই মে-জুন মাসে জিটিএ নির্বাচন অনুষ্ঠিত হোক,”তিনি আরও বলেছেন , “আমরাও সেখানে গ্রামীণ সংস্থার নির্বাচন চাই, কিন্তু পাহাড়ে দুই স্তরের গ্রামীণ সংস্থা (গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি) বিদ্যমান রয়েছে। আমরা কেন্দ্রকে ত্রি-স্তরীয় গ্রামীণ সংস্থা ব্যবস্থা বাস্তবায়নের জন্য অনুরোধ করেছি, যাতে আমরা পার্বত্য অঞ্চলে ত্রি-স্তরের গ্রামীণ সংস্থার নির্বাচন করতে পারি।”উত্তরবঙ্গের নাগরিক নির্বাচনে তৃণমূলের অসামান্য বিজয়ের পরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির জনগণকে আশ্বস্ত করেছিলেন যে তিনি এই অঞ্চলে ফিরে আসবেন কারণ শিলিগুড়ি মহাকুমা পরিষদ নির্বাচনে জয়ী হওয়াই তার দলের পরবর্তী লক্ষ্য।রবিবার, মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি তার সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে কথা বলেছিলেন। আগামী ৩১ মার্চ কলকাতায় যাওয়ার আগে মুখ্যমন্ত্রী উত্তরকন্যা পরিদর্শনে যাবেন।
