
নিজস্ব প্রতিবেদন ঃ গ্র্যান্ড মাষ্টার দিব্যেন্দু বড়ুয়া শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন। এই আলোচনায় স্থির হয়েছে যে দাবার একাডেমি হচ্ছে, কিন্তু এর জন্য পর্যাপ্ত পরিকাঠামোর প্রস্তাব দিতে বলা হয়েছে।দিব্যেন্দু বড়ুয়া আলোচনা শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে জানান,ইদানিং উত্তরবঙ্গে অনেক দাবারু উঠে আসছেন।তাই এখানে একটি আধুনিক মানের একাডেমি হলে খেলোয়াড়দের অনেক সুবিধা হবে। এবং তারা অনেক নতুন নতুন বিষয় শিখতে পারবে । এসব নিয়ে আলোচনার শেষে মেয়র গৌতম দেব জানান, পুরসভা মানে এটা নয় যে ইট বালু পাথরের কাজ বা নানান পরিসেবা।এই সব কাজের পাশাপাশি খেলাধুলার প্রসার বিস্তার করাও তাদের লক্ষ্য।গৌতম বাবু এদিন দিবেন্দু বড়ুয়াকে লিখিত প্রস্তাব দেওয়ার কথা বলেছেন। এবং খুব তারাতারি স্থান চিহ্নিত করে একাডেমি তৈরী করা হবে বলেও জানিয়েছেন ।গৌতমবাবু আরো বলেন, আমরা কাজ ফেলে রাখতে অভ্যস্ত নই ।
