
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সেভক রোডের পায়েল সিনেমা হলের কাছে এম বাজারের বিপরীতে সেলকন প্লাজাতে সোমবার ১১ এপ্রিল থেকে শুরু হলো সাহা এন্ড মজুমদার নামে চার্টার্ড একাউন্টেন্টস এর অফিস।একসময় এই অফিসটি ছিলো শিলিগুড়ি হিলকার্ট রোডের নির্মলা ভবনে।শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা এবং পার্শবর্তী বিভিন্ন এলাকার নামাদামী বহু কোম্পানির হিসাব সংক্রান্ত কাজ করে এই সাহা এন্ড মজুমদার। বিভিন্ন রকম সামাজিক কাজও হয়। দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্যও আর্থিক সহায়তা করেন তাঁরা, এই প্রতিষ্ঠানের সি এ ঘনশ্যাম মিশ্র এদিন তাদের নতুন অফিস উদ্বোধনের পর খবরের ঘন্টাকে জানিয়েছেন।
