ইভটিজিং ও রকবাজদের বাগে আনতে পুলিশের মহিলা বাহিনীর বাইক স্কোয়াড টিম

নিজস্ব প্রতিবেদন ঃ ইভটিজার ও রকবাজদের বাগে আনতে শহরের আনাচে-কানাচে দাপিয়ে বেড়াচ্ছে জেলা পুলিশের মহিলা বাহিনীর বাইক স্কোয়াড টিম। রীতিমতো মার্শাল আর্ট প্রশিক্ষিত ১০ জন মহিলা পুলিশকর্মীকে বিশেষ পোশাকে সজ্জিত করে স্পেশাল বাইক স্কোয়াড টিম গঠন করেছে জেলা পুলিশ। আর সেই মহিলা টিমের সদস্যরা ইংরেজবাজার এবং পুরাতন মালদা শহরের অলিগলিতে নজর রাখছে বিভিন্ন ঘটনার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী যাতে সমস্যার মধ্যে না পড়েন সেক্ষেত্রেও চরম তৎপরতার সাথে তদারকি করছে এই মহিলা পুলিশ বাইক স্কোয়াড টিমের সদস্যরা । সকাল থেকে রাত পর্যন্ত কোন এলাকা বাদ নেই, যেখানে এই মহিলা স্কোয়াড টিমের সদস্যরা অভিযান চালাচ্ছে না। স্কুল-কলেজের সামনে রকবাজদের ধরতেও তৎপর মহিলা পুলিশ কর্মীদের স্পেশাল স্কোয়াড টিমের কর্মীরা। পুলিশ মহিলা পুলিশ কর্মীদের এই বাইক স্কোয়াড টিমকে দেখেই এখন অনেকটাই ভরসা পেয়েছেন ছাত্রীদের অভিভাবকেরা ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট দশটি বাইক স্কোয়াড টিম তৈরি করা হয়েছে । প্রতিটি বাইকে দুজন করে মহিলা পুলিশ কর্মী রয়েছেন। পাঁচজন করে দুটি ভাগে ভাগ হয়ে এই বাইক স্কোয়াড টিমের মহিলা পুলিশ কর্মীরা ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা এলাকায় নজরদারি চালাচ্ছে। রীতিমতো মার্শাল আর্ট জানা মহিলা পুলিশ কর্মীদের এই স্কোয়াড টিমে রাখা হয়েছে। এই টিমের মধ্যে একজন ভারপ্রাপ্ত মহিলা পুলিশ আধিকারিক রয়েছেন। যার কাছে পথচলতি কোন মহিলা নির্যাতন অথবা ইভটিজিংয়ের শিকার হলে অভিযোগ জানাতে পারবেন । পাশাপাশি ওই বাইক স্কোয়াড টিমের গাড়িতে পুলিশের সহযোগিতা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার দেওয়া রয়েছে।
মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, মহিলা বাইক স্কোয়াড টিমের সদস্যরা খুব ভালো কাজ করছে। ২৪ ঘন্টা তাঁরা বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছে। যে কোন মহিলা জনিত অপরাধ দমনে এই বাইক স্কোয়াড টিম গঠন করা হয়েছে। আগামীতে জেলার অন্যান্য এলাকাতেও একইভাবে এই টিম গঠনের পরিকল্পনা রয়েছে।