
নিজস্ব প্রতিবেদন ঃ মালদার সুস্বাদু আম এখনো বাজারে আসেনি । তার আগে জেলার বাজারে ছেয়ে গিয়েছে দক্ষিণ ভারতের রকমারি আম। অনেক ক্রেতা আবার মালদার আম ভেবে কিনছেন। কিন্তু স্বাদে-গুনে চেখে দেখার পর অনেক তফাত টের পাচ্ছেন ক্রেতাদের একাংশ। যদিও ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, দক্ষিণ ভারতের আম মালদার বাজারে নেমে গিয়েছে। আর সেই আম এখন ঢেলে বিক্রি হচ্ছে। খদ্দেরদের ঠকানোর কোনো বিষয় নেই । কারণ, অধিকাংশ মানুষই জানেন মালদার আম এই সময় নামে না। আরো একমাস বাকি মালদার আম বাজারে আসতে। তার আগে দক্ষিণ ভারতের আম বিক্রি হচ্ছে । কেজিপ্রতি কোথাও ১০০ টাকা। আবার কোথাও ১২০ টাকা করে দক্ষিণ ভারতের বেগুনফুলি আম বিক্রি করা হচ্ছে। তবে আর কিছুদিনের মধ্যে মালদার গোলাপখাস আম বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শনিবার সকালে মালদা শহরের রথবাড়ি বাজারে দক্ষিণ ভারতের আম বিক্রি করেছেন স্থানীয় আম বিক্রেতারা। শুধু রথবাড়ি এলাকায় নয়, শহরের বিভিন্ন বাজারে দক্ষিণ ভারতের আম ব্যাপকহারে বিক্রি শুরু হয়েছে। হলুদ এবং লাল টকটকে রংয়ের এই আম দেখে জিভে জল চলে আসছে অনেক ক্রেতার। লোভ সামলে ওঠার আগেই কিনে ফেলছেন দক্ষিণ ভারতের এই আম।মালদা জেলা উদ্যানপালন আধিকারিক সামন্ত লায়েক জানিয়েছেন, মালদার আম বরাবরই একটু দেরিতে বাজারে আসে। মে মাসের শেষে জুন মাসের প্রথম থেকে প্রথমে মালদার আম বাজারে চলে আসবে । এখন বর্তমানে দক্ষিণ ভারতের আম বাজারে এসেছে । কারণ , দক্ষিণ ভারতে ডিসেম্বরের প্রথমেই গাছে মুকুল চলে আসে। মালদা জেলাতে ফেব্রুয়ারি থেকে আমের মুকুল আসে ।ফলে স্বভাবতই দক্ষিণ ভারতের আম এই সময় বড় হয়ে যায় । যার ফলে সেই আম ইতিমধ্যে বাজারে চলে এসেছে। কিন্তু স্বাদে-গুনে মালদার আমের থেকে ওই আম অনেক পিছনে রয়েছে।
