
নিজস্ব প্রতিবেদন ঃ আপনি হয়তো আপনার পাকা বিল্ডিংটি অনেকদিন আগে তৈরি করেছেন, হঠাৎ বৃষ্টি হলেই দেখলেন ছাদ চুইয়ে জল পড়ছে, কি করবেন তখন? চিন্তার কিছু নেই। আপনার সেই ড্যাম্প প্রুফ বা ওয়াটার প্রুফ মেরমতের জন্য তৈরি আছে সিকা শপ।আপনি যে ফ্ল্যাটটা কিনেছেন সেখানেও দেখলেন জল পড়া রুখতে কিছু অতিরিক্ত মেরামতির কাজ প্রয়োজন চিন্তার কিছু নেই। সিকা শপতো আছেই। শিলিগুড়ি এখন একটি নির্মাণ নগরী। নির্মাণ শিল্পে গোটা দেশে একটি নজরকাড়া নাম এই শহর।শহরটা যেন প্রতিদিন নতুন নতুন মেরামতে নতুন হয়ে উঠছে। আর এইসময় নির্মান শিল্পের বিভিন্ন পন্য নিয়ে শহরে উপস্থিত সিকা শপ।১২০টিরও বেশি পণ্য রয়েছে সিকার যা নির্মান ইঞ্জিনীয়ারদের কাছেও চাহিদা তৈরি করেছে। মঙ্গলবার শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার ডি এস এস এন্টারপ্রাইজে এই সিকা শপের নতুন কাউন্টার উদ্বোধন হলো।সিকার ন্যাশনাল প্রধান রিটেইলের মৃনাল মন্ডল এই কাউন্টার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিকার তরফে অন্যতম পদস্থ উজ্জ্বল মজুমদার, পুরকাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী, স্থানীয় ডিস্ট্রিবিউটর রানা দে সরকার সহ অন্যান্য ইঞ্জিনীয়াররা উপস্থিত ছিলেন। সিকার ন্যাশনাল প্রধান মৃনাল মন্ডল সেখানে উপস্থিত সকলের সামনে সিকার বিভিন্ন পণ্য সম্পর্কে জানান।ডিস্ট্রবিউটর রানা দে সরকার জানান, এই কাউন্টার শুরু হওয়ার জেরে স্থানীয় নির্মাণ শিল্পের বিরাট সুবিধা হবে।
