তিনবিঘায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা, বি এস এফ আধিকারিকদের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদন ঃ হেলিকপ্টারে চেপে শুক্রবার কোচবিহারের তিনবিঘায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের এক বছর পর ২ দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। বৃহস্পতিবার শিলিগুড়িতে সভা করে শুক্রবার সকালে হেলিকাপ্টারে করে ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এদিন তিনবিঘা করিডরে বিএসএফ ও পুলিশের তরফে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এদিন তিনি বিএসএফ কর্মকর্তাদের সাথেও উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আন্তজার্তিক কিছু বিষয়ে সেখানে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের কারনে বাংলাদেশের দহগ্রাম-অঙ্গারপোতার সঙ্গে পাটগ্রাম সহ বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগকারী তিনবিঘা করিডরে সকাল থেকে সাধারণ মানুষদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। মেখলিগঞ্জ শহর থেকে তিনবিঘা রাস্তা কার্যত পুলিশি চাদরে ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।
বাগডোগরা থেকে হেলিকপ্টারে সকাল সাড়ে নয়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি বেলা ১১ টায় তিনবিঘা এসে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, শুভেন্দু অধিকারী। তিন বিঘা করিডর পরিদর্শনের পাশাপাশি তিনি বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন।
বৃহস্পতিবার শিলিগুড়ির সুকনায় রাত্রিবাসের পর তিনবিঘা করিডোরে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে তিনি রওনা হন। বাগডোগরা বিমানবন্দর থেকে বিএসএফ এর হেলিকপ্টারে করে তিনবিঘা কর্মসূচি সেরে ফের বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় দলীয় সভায় যোগ দেওয়ার কর্মসূচি ছিলো তাঁর। ।