
নিজস্ব প্রতিবেদন ঃ নাচ অনেক জানে প্রিয়াঙ্কা মহান্ত কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে ভরতনাট্যম।যখন ওর বয়স আট বছর তখন থেকেই শুরু নৃত্যের নেশা আর হ্যা সে নেশা অবশ্যই ভরতনাট্যমে।আর এখন একাদশ শ্রেনীতে পৌঁছেও নাচের নেশায় রয়েছে প্রিয়াঙ্কা। বিভিন্ন স্থান থেকে আসছে পুরস্কারও।শনিবারই শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে জলপাই মোড়ের অর্কিড মন্টেশ্বরী হোম নৃত্য প্রতিযোগিতার আয়োজন করলে ২০০ জন অংশ নেয় আর সেখানেও পুরস্কার জিতে নিয়েছে প্রিয়াঙ্কা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অমিত শা এবং ডরোথি শা। শিলিগুড়ি বিদ্যাচক্র কলোনিতে বাড়ি প্রিয়াঙ্কার।ও শিলিগুড়ি রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপীঠে একাদশ শ্রেনীতে পড়ে। নৃত্য শিক্ষক প্রসেনজিৎ দেবের কাছে নিয়মিত নাচের তালিম নেয় প্রিয়াঙ্কা। ছোট থেকেই তার মধ্যে ভরতনাট্যম নৃত্যের ঘুঙরু হৃদয় স্পর্শ করে। মেয়েবেলায় দীনবন্ধু মঞ্চে নিয়মিত বিভিন্ন নাচের অনুষ্ঠান দেখতে যেতো প্রিয়াঙ্কা। আর তখন থেকেই তাঁর গভীরতা বাড়তে থাকে ভরতনাট্যমের প্রতি। আজ নাচ ছাড়া ও কিছু ভাবতেই পারে না।
