
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ভোররাতে একটি বুনো দাতাল হাতি হামলা চালায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুখানী বস্তিতে। হাতিটি ভেঙে গুড়িয়ে দেয় একটি দোকানঘর। খেয়ে নেয় মজুতরাখা চাল ডাল সহ অন্যান্য আনাজপাতি। পর পর দুইদিন ওই দোকানে হামলা চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দাতাল হাতিটি গত শনিবার রাতেও ওই দোকানে হামলা চালিয়ে চাল ডাল খেয়ে নষ্ট করে গিয়েছিল। এদিন ভোররাত তিনটা নাগাদ ফের জলঢাকা জঙ্গল থেকে বেরিয়ে এসে তিনটা থেকে চারটে পর্যন্ত কুমারী প্রধানের গালামাল দোকানেএকঘন্টা তান্ডব চালায় হাতিটি। প্রসঙ্গত গতবছর কুমারী দেবি রাতে এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়ি আসার সময় বুনো হাতির হামলায় তার বাহাত অচল হয়ে গিয়েছে। সেই আতঙ্ক এখনো তার কাটেনি। এরমধ্যে পর পর দুবার হাতির হামলায় ফের আতঙ্ক গ্রাস করেছে কুমারী দেবিকে।
