দুঃস্থদের জন্য বস্ত্র, সঙ্গে রক্ত দান

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি সিমেন্ট ডিলার্স আসোসিয়েশনের সদস্যরা । এবার ২৬ তম রক্ত দান শিবিরের পাশাপাশি দুঃস্থদের জন্য বস্ত্র দান কর্মসূচি গ্রহন করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাকের ডাক্তার ও স্বাস্থ্য কর্মিদের সহায়তায় রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দুঃস্থদের হাতে শাড়ি তুলে দেন সিমেন্ট ডিলার্স আসোসিয়েশনের সদস্যরা। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দান করেন সদস্যরা । কমিটির
সদস্য প্রদীপ চন্দ বলেন,তারা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সেবা মুলক কাজ করে থাকেন।এদিনের শিবিরে রক্তদানের পাশাপাশি দুঃস্থ্দের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।