
নিজস্ব প্রতিবেদন ঃ ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে পালিত হল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী অনেকটা শান্তিনিকেতনের আদলে। পরিচালনায় ছিলো শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়।
অতি দাব-দাহের কারণে স্কুল বন্ধ থাকায় ব্যাবস্থা করা হয়েছিল গাছের নিচে, ঠিক শান্তি নিকেতনের আদলে।
ভার্চুয়াল পদ্ধতিতে শিশুরা অংশগ্রহণ করে গান, কবিতা আবৃত্তি ও কবির প্রতিকৃতিতে মাল্যদানে।
বিদ্যালয়ের তরফে এই পদ্ধতিতে অংশ নেন শিক্ষক সাধন মন্ডল, শিক্ষিকা সুজাতা পাল,ও প্রিয়াঙ্কা চন্দ।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবি অখিলেশ্বর প্রসাদ, কলেজ পড়ুয়া পূর্নিমা রায়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী কেয়া রায় ও আরো অনেকে।
সর্বোপরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার গাছতলায় উপস্থিত থেকে সকল শিক্ষক- শিক্ষার্থী,অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের মধ্যে রাবীন্দ্রিক ভাবধারা বর্ষিত হোক এই কামনা করেন।
