
নিজস্ব প্রতিবেদন ঃ বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়ি। তারই অঙ্গ হিসাবে রবিবার আনন্দময়ী কালিবাড়ি চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে সুগার,ব্লাড প্রেসার,ইউরিক এসিড পরীক্ষা করা হয়। তারসঙ্গে চোখও পরীক্ষা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল, ডাঃ সমর দেব,ডাঃ কৌশিক সরকার, ডাঃ অমিতেশ ভাওয়াল, ডাঃ অনামিতা ভট্টাচার্য, ডাঃ অর্পিতা ভাওয়াল, ডাঃ অমিতাভ চক্রবর্তী। আনন্দময়ী কালিবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, তাঁরা মনে করেন মানুষের সেবাই হলো প্রকৃত ঈশ্বর সেবা। তাই মানুষের সেবার কথা চিন্তা করেই তাঁরা সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই সব কর্মসূচিরই একটি অঙ্গ হলো রবিবারের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধও বিলি করা হয়। বহু গরিব মানুষ তাতে উপকৃত হন।আনন্দময়ী কালিবাড়ি সমিতির এইধরনের মানবিক কর্মসূচির তারিফ করেন বহু সাধারণ মানুষ।
