
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গোটা দেশে নজির সৃষ্টি করেছেন শিলিগুড়ি শক্তিগড়ের টোটো চালক মুনমুন সরকার। তাঁর টোটোকে ঘিরে আগ্রহের শেষ নেই বহু মানুষের। এখনও টোটো চালিয়েই বিভিন্ন রকম সামাজিক কাজ করেন মুনমুনদেবী।এবার তাঁর কাজে খুশি হয়ে মাটিগাড়া পতিরামজোতের পম্পি নার্সারি থেকে তাঁর টোটো ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো বিনামূল্যে। এম বি বিশাল এই সুন্দর কাজটি করেছেন পরিবেশ দিবসকে সামনে রেখে। আগামী পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস।তার আগে ওই সুন্দর প্রয়াস।
