হঠাৎ আগুন লাগলে কি করনীয়

নিজস্ব প্রতিবেদন ঃ হঠাৎ কোথাও আগুন লাগলে কি করনীয় তা নিয়ে মগড্রিলের আয়োজন করছে রাজ্য দমকল দপ্তর। মূলত সচেতনতা বৃদ্ধির জন্যই এই মগড্রিল।
বহুতল বা হাসপাতালের আগুন দ্রুত কিভাবে নিয়ন্ত্রনে আনা যায়, তা নিয়ে দমকল বিভাগের পক্ষ থেকে রাজ্যে জুড়ে শুরু হয়েছে “মগড্রিল”।সেই মগ ড্রিলের মাধ্যমে সচেতনতার পাশাপাশি আগুন নেভানোর কাজ শেখাতে মাঠে নেমেছেন দমকল বিভাগের অভিজ্ঞ কর্মিরা।বৃহস্পতিবার শিলিগুড়ি সংশোধনাগারে এই সচেতনতা শিবিরের পাশাপাশি মগড্রিলের আয়োজন করে শিলিগুড়ি দমকল বিভাগ।সংশোধনাগারে হঠাৎ আগুন লাগলে কিভাবে আগুনের হাত থেকে বাচানো সম্ভব তা মগড্রিলের মধ্য দিয়ে দেখানো হয় সংশোধনাগারের কর্মিদের।দমকল বিভাগের সিনিয়ার স্টেশন ম্যানেজার অজিত ঘোস জানান,সারা রাজ্যেই এরকম মগড্রিল চলছে।বিশেষ করে হাসপাতাল ও বহুতলকেই বেছে নিয়েছেন তারা,যাতে আগুন লাগলে কম প্রানহানীর ঘটনা ঘটে।