কালচিনি থেকে সেন্ট্রাল ডুয়ার্স বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদন ঃ টানা বৃষ্টি হতে থাকায় ডুয়ার্সের কালচিনি থেকে সেণ্ট্রাল ডুয়ার্স পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে । রাধারাণী এলাকায় পানা সেতুর উপর দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে । সেতু সংযোগকারী সড়ক পানা নদীর জলের স্রোতে ভেঙ্গে গিয়েছে । যোগাযোগ বিচ্ছিন্ন পানা নদীর দুই ধারে দাড়িয়ে আছে বহু মানুষ । প্রাণের ঝুঁকি নিয়ে আবার কিছু মানুষ পানা নদী পারাপার করছে । গত শনিবার থেকে এই অবস্থা পানা সেতু এলাকায়‌ ।