কোচবিহারের পুন্ডিবাড়িতে অসুস্থের পাশে মানবিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন ঃ পাতানি মালি তার ছেলে সনু মালিকে নিয়ে দিশাহারা।
১৭ বছর আগে সোনু মালির বাবা পৃথিবী থেকে চলে যায়।
ছেলের পাঁচবার অস্ত্রপচার হওয়ায় তার ভিটে মাটি সবই চলে গিয়েছে। বর্তমানে তিনি কোচবিহারের পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় তার দিদি বানু ভুইমালির বাড়িতে এক চিলতে ঘরে দিন যাপন করছেন।
তিনি বিভিন্ন জনের দুয়ারে সাহায্যের আবেদন করে যাচ্ছেন নিজের ছেলেকে সুস্থ করার জন্য।
সেই অনুযায়ী আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে মাসের রেশন তুলে দেওয়া হয় চিকিৎসার জন্য। ডাক্তারবাবুরা বলেছেন শিঙি মাছ এবং পেঁপে খাওয়ার জন্য। সেটাও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এর সঙ্গে তিন মাসের রেশন তুলে দেওয়া হয়েছে। রেশনের মধ্যে ছিলো এক বস্তা চাল,তিন কেজি মুগ ডাল, তিন কেজি মুসুর ডাল, ৩ কেজি তেল, চিনি দুই কেজি সোয়াবিন ৫০০ হলুদ জিরা লবণ লঙ্কার গুঁড়া বিস্কুট চা পাতা চিনি আটা ৫ কেজি।এর পাশাপাশি
ছয় ধরনের এন্টিবায়োটিক ওষুধ তুলে দেওয়া হয়। রবিবার কোচবিহারে এই মানবিক কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন দুলাল দাস সমীর রাউত বিপ্লব দাস সঞ্জিত সাহা। শংকর রায়