শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা জুলাই থেকে গোটা রাজ্যে প্লাস্টিক ক্যারিব্যাগ এবং থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ হয়েছে কঠোরভাবে। সেই অনুযায়ী শিলিগুড়িতেও পুরসভা প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। রবিবার শিলিগুড়ি পুরসভার বিধান মার্কেটে অভিযান চালালো পুরসভা।
ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নেতৃত্বে ওই অভিযান হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, পরিবেশ ভালো রাখতে প্লাস্টিক ক্যারিব্যাগ এবং থার্মোকলের ব্যবহার বন্ধ হওয়া দরকার। পুরসভা এর আগেও এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এখন আরও কড়া অভিযান হবে।