
নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের বানারহাট এলাকায় রয়েছে মোরাঘাট চা বাগান। সেই চা বাগানের ৬০০ জন চা শ্রমিকের মধ্যে ভাত সয়াবিন পাপড় ডিম প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ করা হল রবিবার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিছু কর্মী এই মানবিক কাজে সহযোগিতা করেন।আয়োজকদের মধ্যে ছিলেন সৌগত মজুমদার, সজল দত্ত,ভোগমোহন,জগন্নাথ সরকার, প্রশান্ত সেনগুপ্ত, রিক সরকার,অরবিন্দ ঝা,প্রভাত কুমার সিং,লোটন পাসওয়ান, জয় বিশ্বাস
অরুনাভ রায়,মানস , অমর ভট্টরাই।
