
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে বিভিন্ন নর্দমা বা ড্রেনের ওপর সমীক্ষা শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। সেই সব সমীক্ষা শেষ হলে পুরসভা সেভাবে কাজ শুরু করবে। আশা করা হচ্ছে এক বছরের মধ্যে শহরে নিকাশি নালা বা জলনিকাশী সমস্যার কিছু সমাধান হবে। সোমবার এতথ্য দিয়েছেন পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন শহরের ৩১ এবং পাঁচ নম্বর ওয়ার্ডে জল জমে যাওয়ার সমস্যা নিয়ে ডেপুটি মেয়রকে স্মারকলিপি দেওয়া হয়। এরপর ডেপুটি মেয়র শহরের জলনিকাশী সমস্যা নিয়ে সাংবাদিকদের কিছু তথ্য দেন। ডেপুটি মেয়র জানিয়েছেন, মিলনপল্লী ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগর এলাকায় জল জমে যাওয়ার সমস্যা মেটাতে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই সমস্যার সমাধান হবে। পুরসভার পাঁচ নম্বর এবং অন্য ওয়ার্ডের জল জমে যাওয়ার সমস্যা মেটাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
