নিজস্ব প্রতিবেদন ঃ ইন্ডিয়া বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস করার পর এবার ১৮০টি
বেস্ট আউট অফ ওয়েস্ট ক্রাফটস তৈরি করার জন্য জ্যাকি বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে নিলেন উত্তর দিনাজপুর জেলার বাহিন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রায়গঞ্জের কর্ণজোড়া, বারোগণ্ডার স্কুল শিক্ষক বিপ্লব কুমার মন্ডল। এছাড়াও বিগত দিনে করোনা সচেতনতার জন্য আলাদা করে তিনি
ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড করেছিলেন আগেই।
এবার সোশ্যাল ওয়ার্কের ওপর
ম্যাজিক বুকের অধীনে পি এইচ ডিও সম্পূর্ণ হলো বিপ্লববাবুর। সন্মানীয় ডক্টরেট উপাধি পেলেন তিনি।
বছরের শুরুর মাসে এ এক বিশেষ খবর। সোসাল ওয়ার্ক এর উপর সন্মানীয় ডক্টরেট এবং সর্বাধিক ফেলনা কাগজের খেলনা বানিয়ে বিশ্ব রেকর্ড, দুটি সনদই হাতে পেয়েছেন বিপ্লববাবু।