নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ খবরের ঘন্টার প্রয়াসে সামাজিক সচেতনতার ওপর কিছু গান লিখে প্রচার শুরু হয়েছে।ইতিমধ্যে কিছু গান এই পোর্টালে পোস্ট হয়েছে।আজ মেলে ধরা হল শৌচালয় তৈরির সঙ্গীত। এখনও বহু গ্রামে মানুষ মাঠেঘাটে শৌচকর্ম সারেন।তাতে পরিবেশের যেমন সমস্যা হয় তেমনই রোগব্যাধি বাড়ে।পত্রিকা সম্পাদকের লেখা এ গানে সুর দিয়েছেন বীণাপাণি শিল্পী।কি বোর্ড বাজিয়েছেন সুপ্রিয় ব্যানার্জী,দোতারায় চৈতন্যদেব রায়। আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শিলিগুড়ি মহকুমার আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত, লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত, মাটিগাড়া দুনম্বর গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত । অডিও এডিটিংয়ে আছেন দেবাশিস ও ভিডিও এডিটিংয়ে বিকি সাহা।