নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ পদ্মশ্রী করিমূল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে সংবর্ধনা দেওয়া হল শিলিগুড়িতে। শনিবার বিকালে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে তাকে সংবর্ধনা দেওয়া হয় নৃত্য মঞ্জিলের তরফে।তার সঙ্গে বিশ্ব রেকর্ড তৈরি করা প্রয়াত পুলিশ কর্মী শৈলেন রায়ের স্ত্রী সরস্বতী রায়কে কিছু অর্থ সাহায্য করা হয়।
শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায় রয়েছে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্য মঞ্জিল। নৃত্য শেখানোর পাশাপাশি বিভিন্ন রকম সামাজিক কাজ করে যাচ্ছে এই সংস্থা। এর প্রধান অধ্যক্ষা হলেন শ্রাবনি চক্রবর্তী। প্রতি বছর এই সংস্থা তাদের বর্ষ পূর্তিতে বিভিন্ন সামাজিক করে থাকে। এবারে তার পদ্মশ্রী করিমূল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে সংবর্ধনা দিলেন। নৃত্য মঞ্জিলের তরফে দীপজ্যোতি চক্রবর্তী জানালেন, তারা ডুয়ার্সে করিমূল হকের বাড়ি গিয়েছিলেন। ছঘন্টা ধরে সব কিছু পর্যবেক্ষণ করেন।তাতে লক্ষ্য করেন, করিমূল হকের সাফল্যের পিছনে তার স্ত্রীর অবদান রয়েছে। যে কোনও পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর ভূমিকা থাকে। করিমূলের পিছনেও তা আছে।তাই তারা করিমূলের স্ত্রীকে সংবর্ধনা দিলেন।তার পাশাপাশি করিমূল যে হাসপাতাল তৈরির কাজে নেমেছেন তার জন্য ৫০০১ টাকা সাহায্য করা হয়েছে। টিকি দিয়ে বিভিন্ন অসামান্য কাজ করে বিশ্ব রেকর্ড তৈরি করে গিয়েছেন প্রয়াত পুলিশ কর্মী শৈলেন রায়। তার স্ত্রী সরস্বতী রায় এখন অর্থ সঙ্কটে রয়েছেন। কাজ করতে হচ্ছে পরিচারিকার। সেই কারনে মানবিক ভাবনা নিয়ে তারা শৈলেনের স্ত্রীর হাতে নগদ ৫০০১ টাকা অর্থ সাহায্য করেছেন বলে দীপজ্যোতিবাবু জানিয়েছেন।সমাজসেবী করনসিং জৈনও সেখানে মানবিক মুখ নিয়ে অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসেন। শিল্পী নির্মলেন্দু চৌধুরীর ভাইয়ের স্ত্রী গীতা চৌধুরী সেখানে গ্রাম বাংলা থিমের ওপর লোক গীতি পরিবেশন করেন।গোটা মঞ্চকে গ্রাম বাংলার ধাঁচে অন্য আঙ্গিকে সাজিয়ে লোক গান বা লোক সংস্কৃতির অন্য পরিবেশ তৈরি করা হয়।