বৃদ্ধা হলেও দৌড় থামাতে রাজি নন সোমাদেবী,আজ যাচ্ছেন মালয়েশিয়া

গোপাল রায়, শিলিগুড়িঃ শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন সোমাদেবী।পুরো নাম সোমা দত্ত। চাকরি থেকে অবসর নিলেও খেলাধূলা ছাড়েন নি সোমাদেবী। বহু দিন ধরে দৌড়ে চলেছেন তিনি।সোমবার তিনি মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন।রবিবার বিকালে শিলিগুড়িতে বেঙ্গল কারাটে এসোসিয়েশন এবং কুডো মিকসড মার্শাল আর্ট থেকে তাকে তার যাত্রার শুভ কামনা করে সংবর্ধনা দেওয়া হয়।সংস্থার তরফে সহদেব বর্মন জানিয়েছেন, এর আগে সোমাদেবী কয়েকবার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন।একশ মিটার দৌড় ছাড়া তিনি বিদেশের মাটিতে হাই জাম্পেও অংশ নেবেন। বাংলা থেকে তিনি এক মাত্র প্রতিনিধিত্ব করছেন।ফাসিদেওয়া হাইস্কুলে তিনি ভুগোলের শিক্ষিকা ছিলেন। তার বয়স ষাট পেরিয়েছে। কিন্তু তারপরও তিনি হাল ছেড়ে দেননি । সোমবারই তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার বাড়ি শিলিগুড়ি মহকুমার বাগডোগরায়। অপরদিকে শিলিগুড়িতে দৌড় প্রতিযোগিতায় বারবার সোনা জয়ী দীপ্তি পাল সকলের সহযোগিতা চাইছেন।আগামী বছর থাইল্যান্ডে আর্ন্তজাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চান দীপ্তিদেবী।