খবরের ঘন্টার নিবেদন– বন্ধ হোক প্লাস্টিক ক্যারিব্যাগ

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ হয়েছে।এই প্লাস্টিক ক্যারিব্যাগ আর থার্মোকল পরিবেশের বিরাট ক্ষতি করছে। বৃষ্টির ধারাকে মাটির গভীরে প্রবেশ করতে দিচ্ছে না।ফলে ভূগর্ভস্থ জল স্তরে জল পাওয়া নিয়েও ভবিষ্যতে সমস্যা আসছে।পরিবেশের সমস্যা আজকের দিনে বিরাট সমস্যা।তাই আগামী প্রজন্মের কথা চিন্তা করে প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল বন্ধ করার আবেদন নিয়ে গান লিখেছেন সম্পাদক। আর তাতে সুর দিয়েছেন সহ সম্পাদিকা বীণাপাণি শিল্পী। শিল্পীকে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন সুপ্রিয় ব্যানার্জী। অডিও এডিটিং করেছেন দেবাশিস রায়, ভিডিও এডিটিং করেছেন বিকি সাহা। আসুন নিচের লিঙ্কে ক্লিক করে গানটি শুনি আর পরিবেশ বাঁচানোর আওয়াজ তুলি।