প্রবীণদের হাতে নতুন বস্ত্র প্রবীন দিবসে

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ কারও হাতে তুলে দেওয়া হল শাড়ি- শায়া- ব্লাউজ।কাওকে দেওয়া হল ধুতি,পাঞ্জাবি। সোমবার রাতে শিলিগুড়ির বিভিন্ন এলাকা ঘুরে এই সামাজিক ব্রত পালন করলো শিলিগুড়ির একটি প্রয়াস নামের সংস্থা। সংস্থার তরফে তনিমা ঘোষসরকার এবং সুস্মিতা দে বিভিন্ন এলাকা ঘুরে বৃদ্ধবৃদ্ধাদের হাতে জামাকাপড় তুলে দেন।এইসব বৃদ্ধবৃদ্ধাদের কেও রেল স্টেশনে থাকেন,কেওবা রাস্তার ধারে ফুটপাথে থাকেন। কেও ছেলে কেওবা মেয়ে কর্তৃক সংসার থেকে বিতাড়িত। শেষে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করাই তাদের পেট চালানোর উপায় হয়ে দাড়ায়। এক সময় ছেলেমেয়ে বড় করে তুলতে তাদের অনেক কস্ট সহ্য করতে হয়েছে। আজ তারাই হয়ে গিয়েছেন ব্রাত্য।রোগব্যাধি এখন তাদের নিত্য সঙ্গী। অথচ বার্ধক্য প্রত্যেকের জীবনে আসবে।আজ যারা যৌবনের অহঙ্কার দেখিয়ে চলেছে বার্ধক্য তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাই প্রবীন দিবসে এইসব অসহায় বুড়োবুড়ির পাশে দাঁড়িয়ে মানবিক মুখের নজির তৈরি করলেন তনিমা,সুস্মিতাদেবীরা। একটি প্রয়াসের তরফে সমাজসেবী শক্তি পাল জানিয়েছেন, তারা আগামীদিনেও বয়স্ক মানুষদের পাশে থাকার আরও কর্মসূচি নিচ্ছেন। পুজোর মধ্যেে থাকছে তাদের কিছু সামাজিক কর্মসূচি। এদিকে শিলিগুড়ি ঘোঘোমালি নিরঞ্জন নগরের সমাজসেবী অভিজিৎ দাস নিয়মিতভাবে এইসব বৃদ্ধবৃদ্ধাদের পাশে দাড়িয়ে চলেছেন।শিলিগুড়ি জংশন স্টেশনে পড়ে থাকা অসহায় বৃদ্ধবৃদ্ধাদের অসুস্থ অবস্থায় নিয়মিতভাবে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছেন অভিজিৎ। রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধবৃদ্ধাদের ওপর নিয়মিত কাজ করতে চেয়ে রাজ্যের ওপর মহলের প্রশাসনিক আধিকারিকদের চিঠি দিয়েছেন অভিজিৎ।