নিজস্ব প্রতিবেদন ঃঃ খবরের ঘন্টার শারদ অঞ্জলি ২০১৯ পেশ করা হল। প্রথমেই দেওয়া হল শান্তি, শা, শান্তি। গানটি লিখেছেন পত্রিকার সম্পাদক বাপি ঘোষ। আর তাতে সুর দিয়েছেন পত্রিকার সহসম্পাদিকা শিল্পী পালিত।
এই গান তৈরিতে যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন সুপ্রিয় ব্যানার্জী। অডিও এডিটিংয়ে সহযোগিতা করেছেন দেবাশীষ রায়। ভিডিও এডিটিং করেছেন সঞ্জয় বিশ্বাস। গান তৈরিতে বিজ্ঞাপন দিয়ে উৎসাহিত করেছে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত, শিলিগুড়ি তরাই বি এড কলেজ ও গাজলডোবার বোরোলি রেস্টুরেন্ট। নিচের লিঙ্কে ক্লিক করে আসুন এই গানটি শুনি —