মহিলা ক্রিকেটার রিচা ঘোষকে শুভেচ্ছা

  • নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি তথা বাংলার গর্ব ক্রিকেটার রিচা ঘোষ। রবিবার শিলিগুড়ির সেই মহিলা ক্রিকেটার রিচা ঘোষকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো শিলিগুড়ি বান্ধব সংঘ। রবিবার, দুপুরে নাগাদ শিলিগুড়ি কলেজ পাড়ায় অবস্থিত তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া প্রদানের পর তাকে খাদা পরিয়ে সংবর্ধিত করা হয়। বান্ধব সংঘের তরফে জানানো হয়, রিচা ঘোষ বাংলা ও শিলিগুড়ির গর্ব। ভবিষ্যতে তার আরো সফলতা কামনা করে এদিন তাকে শুভেচ্ছা জানানো হয়।অন্যদিকে বাগডোগরা ভুজিয়াপানি নিবাসী আন্তর্জাতিক এথলেট তথা সোনার মেয়ে সোমা দত্তও শনিবার রিচাকে তাঁর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান।