রাসায়নিক সারের শাকসবজি দাঁতের ক্ষতি করছে

নিজস্ব প্রতিবেদন ঃ  আজকাল রাসায়নিক সারের চাষবাস থেকে বেশির ভাগ শাকসবজি উৎপাদন হচ্ছে। জৈব কৃষি বা গোবর সারের চাষবাস তলানিতে ঠেকেছে। ফলে মানুষের নানান রোগব্যাধি বাড়ছে।এই অবস্থায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে শিলিগুড়ি আশ্রমপাড়ার স্টার ডেন্টাল ক্লিনিকের দন্ত চিকিৎসক ডাঃ কৌস্তভ ভৌমিক বলেন,রাসায়নিক সারের চাষবাস থেকে উৎপাদিত শাকসবজিও দাঁতের ক্ষতি করছে। পরিবেশ দিবসের আগে সকলকে পরিবেশ নিয়ে সচেতন করেন ডাক্তার ভৌমিক।
এই দন্ত চিকিৎসক একজন প্রকৃতি প্রেমিক। তিনি ভালো ফটোগ্রাফারও।

বিস্তারিত নিচের লিঙ্কে —-