সূত্রধর পরিবারের এম এ পাশ করা অসুস্থ কন্যাকে সেলাই মেশিন

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোডের চয়নপাড়া নিবাসী জিতেন সূত্রধরের কন্যা তাপসি সূত্রধরের হাতে সেলাই মেশিন তুলে দিলো উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট। শুক্রবার পৌষ মেলা ট্রাস্টের প্রধান কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা, বিদ্যাবতী আগরওয়ালা সহ অন্যরা এদিন বিকালে তাপসীর হাতে সেলাই মেশিন তুলে দেন। সেখানে বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। জ্যোৎস্নাদেবী জানিয়েছেন, জিতেন সূত্রধরের গোটা পরিবারটিই অসুস্থ। জিতেন সূত্রধর নিজে যেমন অসুস্থ তেমনই তাঁর স্ত্রীও অসুস্থ। সবচেয়ে আরও জরুরি হলো,জিতেন সূত্রধরের একমেয়ে তাপসি সূত্রধর ইতিহাসে অনার্স নিয়ে এম এ পাশ করেছে।কিন্তু বিরল এক অসুখের কারনে তাপসী একা চলাফেরার করার শক্তি হারিয়েছে। পরিবারের একমাত্র পুত্র সন্তান দীপঙ্কর সূত্রধরও অসুস্থ। ফলে সমগ্র পরিবারের পরিস্থিতি বড়ই করুন।তাঁরা চান তাপসী হাতের কাজ করে স্বনির্ভর হয়ে উঠুক। সেই কারনেই তাঁরা এদিন সেলাই মেশিন দান করলেন। সেলাই মেশিন পেয়ে খুব খুশি তাপসি।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-