নিজস্ব সংবাদদাতাঃ জেলায় প্রথম করোনা যোদ্ধার মৃত্যুতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন। এদিন বালুরঘাট থানায় পালিত হয় রাখি বন্ধন উৎসব। অনুষ্ঠানের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের মহিলা এ এস আই পপি চৌধুরীর উদ্দেশ্যে শোক জ্ঞাপন করা হয়।
গত শনিবার রাতে গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মরত পুলিশ এএসআই পপি চৌধুরীর শিলিগুড়ির ড: চ্যাঙ হাসপাতালে করোনা সংক্রমণে মৃত্যু হয়। এদিন বালুরঘাট থানায় অনুষ্ঠিত রাখি বন্ধন উৎসবে পপি চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত প্রমূখ।ডিআইজি প্রসূন ব্যানার্জি জেলায় প্রথম সারিতে থাকা পুলিশ করোনা যোদ্ধা মৃত পপি চৌধুরীর স্মৃতিচারণা করে।