পাঁচ টাকার ডাল-ভাত-সব্জিতে বহু গরিব মানুষের পেট ভরছে,ভাতের সঙ্গে মিস্টি এবং কলাও থাকছে

বাপি ঘোষ, শিলিগুড়িঃ পৌনে দুমাস আগে শিলিগুড়ি শহরে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটারের উদ্যোগে পাঁচ টাকায় ডাল-ভাত-সব্জি খাওয়ানোর প্রক্রিয়া শুরু হয়।সোমবার সেই হিসাবে দেখা যায় ১১১১১ জনকে এই জন আহার প্রকল্পের অধীনে খাওয়ানো হল।শিলিগুড়ি হিলকার্ট রোডে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত কাউন্টার করে ২৫০ জনের মধ্যে বিলি করা হচ্ছে খাবার।তার বাইরে শনিবার ভ্রাম্যমান গাড়ি নিয়ে বিলি হচ্ছে খাবার। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটারের এই প্রকল্প বিষয়ক চেয়ারপার্সন লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন,প্রায়ই ডালভাতসব্জির সঙ্গে মিস্টি আর কলা বিলি হচ্ছে।কোনো ব্যক্তির জন্মদিন বা কারও পরিবারে উৎসব অনুষ্ঠান থাকলে বিলি হয় মিস্টি বা কলা।ক্লাবের সভাপতি বিষ্ণু কেডিয়ার জন্মদিনকে সামনে রেখে সোমবার তিনি বিলি করলেন মিস্টি। আর দীপক বাজলা বিলি করলেন কলা।বহু রিকশা চালক, জনমজুর,টোটোচালক এবং অন্য অনেক গরিব মানুষ লাইন দিয়ে এদিন মেঘদূত সিনেমা হলের বিপরীতে গিয়ে দুপুরের খাবার সংগ্রহ করেন।লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন, গত ১২ জুলাই তাদের এই জন আহার শুরু হয় শিলিগুড়িতে।শহরের বিভিন্ন মানুষ লায়ন্স ক্লাবের এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন। নিস্কাম খালসা সেবার তরফে লায়ন এস পি সিং সালুজা এবং সীতারাম বাজলার স্মৃতিতে লায়ন দীপক বাজলা এই জন আহারের পুরো প্রকল্পকে সমর্থন করছেন খাবার বিলির মাধ্যমে। এক বছরের মধ্যে তারা এভাবে ৯০ হাজার মানুষের মধ্যে খাবার বিলি করতে চান বলে সুরেশবাবু জানান।তিনি সোমবার আরও বলেছেন,উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এখন এভাবে খাবার বন্টনের কাজ শুরু হয়েছে।জলপাইগুড়ি লায়ন্স ক্লাব শনিবার করে ৩০০ জনের মধ্যে খাদ্য বিলি করছে। শিবমন্দির লায়ন্স ক্লাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে সোমবার করে খাবার বিলি করছে।রংপোতে খাবার বিলি হচ্ছে শনিবার করে।লায়ন্স ক্লাব অফ তরাই অন্নপূর্ণা রসই নাম দিয়ে তাদের মোবাইল ভ্যান বের করছে প্রতিদিন। তারা তিনশ জনের মধ্যে খাবার বিলি করছে।লায়ন্স ক্লাবের ১০৮ টি শাখা ক্লাব আছে।সবগুলো ক্লাবই ফুড ফর অল ভাবনাকে সামনে রেখে এই খাদ্য বন্টনের কর্মসূচিকে স্বাগত জানানোর প্রয়াস নিচ্ছে।জয়গা লায়ন্স ক্লাব শীঘ্রই এই কাজে নামছে। সোমবার শিলিগুড়ি মেঘদূত সিনেমা হলের বিপরীতে জন আহার কাউন্টারে সংবর্ধনা দেওয়া হয় স্থানীয় প্রভাতি দৈনিকের জেনারেল ম্যানেজার প্রলয় কান্তি চক্রবর্তী এবং হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সনৎ ভৌমিককে।প্রলয়বাবুর হাত দিয়ে বিলি হয় খাবার। সনৎবাবু হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির তরফে এই জন আহার প্রকল্পকে সাধুবাদ জানান। তিনি বলেন, বহু গরিব মানুষের সামান্য পাঁচ টাকায় পেট ভরছে।এটা অত্যন্ত মহৎ একটি প্রকল্প।সকলকেই এই ধরনের কাজে এগিয়ে আসা প্রয়োজন। ভুখা মানুষকে অন্নদান বিরাট একটি পুণ্যের কাজ।