মাঝরাতে ঘরের মধ্যে হাতি,কোনওরকমে প্রানে বাঁচলেন মহিলা

নিজস্ব প্রতিবেদন ঃ  মাঝরাতে ঘরের মধ্যে হাতির হানা। আর তা নিয়ে আতঙ্ক দেখা দিলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি গ্রামে।
রাত তখন ১ টা , গভীর নিদ্রায় মগ্ন ছিলেন ৫৫বছর বয়স্কা মিনতি রায়। ঘুমের ঘোরে থাকার মধ্যেই হঠাৎই ঘরে গজরাজের হানা। ঘুম ভাঙতেই আচমকা দৌড়ে কোনক্রমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন মিনতিদেবী।তার স্বামী অনেকদিন আগেই পরলোকগমন করেছেন। বাড়িতে এক ছেলে এক মেয়ে নিয়ে সংসার মিনতিদেবীর।
মঙ্গলবার রাতে তখন মা ও ছেলে নিদ্রা মগ্ন ছিল। বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে যায় মেয়ে পূজা। তারপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের মল্লিক শোভা গ্রামের ঠাকুরপাট এলাকায়।
মঙ্গলবার গভীর রাতে সোনাখালীর জঙ্গল থেকে একটি বুনো দাঁতাল বের হয়ে মিনতি দেবীর ঘরের বেড়া ভেঙ্গে বিছানার কাছে চলে যায়। আর তাতেই অল্পের জন্য প্রাণে বাঁচেন মিনতি দেবী।তার ঘরের যাবতীয় জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। পাশে একটি রান্নাঘর ছিলো সেটিকেও ভেঙে তছনছ করে দেয় হাতি।
চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে হাতিটি ফের জঙ্গলের দিকে রওনা দেয়। খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের।

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—