মালপোয়া

শ্রীময়ী গুহ টিয়াঃ
ফ্রিজের ঘরে এদিক ওদিক কত কিছুই জমে;
এই বাটিটা ঐ বাটিটা খাবার বাড়ে কমে!

সময় কোথায় দেখব খুঁজে আঁতিপাতি করে/
সবজি বা ফল যেটাই বলো এটা ওটার ঘাড়ে!

হঠাৎ দেখি দইটা বাকি আছেই বাক্স বন্দি;
বেচারাকে কেউ খায় নি ;দেখি ভেবে সন্ধি

করা কি যায় ;একটা উপায় মাথায় টোকা মারে/
ময়দা খানিক ছিল নাকি আমার রান্নাঘরে!

মৌরি দিয়ে ঐ দুটোকেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম!
ওমা দেখি দুটোয় মিলে হাসছে দেখো ;সেলাম

ঠুকছে আবার ;গরম তেলে লালচে ভাজা হলে;
চিনির রসে হাপুস হুপুস ডুব দিল দলবলে!

সুগার আছে! ধুত্তোরি কি! এটা কেমন কথা!
মাঝে মাঝে অদল বদল না করা মন ব্যথা;

ছোট ছোট মালপোয়া ঐ ডাকছে… মুখে পুরি;
ফ্রিজ সংসার ফাস্টোকেলাস ;নেই তো কোনও জুড়ি!!
@শ্রীময়ী গুহ